প্রকাশ: ৭ জানুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন
ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণের প্রতিবাদ ও বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে রোকেয়া হল পর্যন্ত আলপনা অংকন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা ১২টা থেকে এ আলপনা অংকন শুরু হয়। এতে রক্তাক্ত হাত, বিকৃত চেহারাসহ বিভিন্ন গ্রাফিটি স্থান পেয়েছে।
একই সময় ছাত্রলীগ দীর্ঘ মানববন্ধনও করছে। ডাকসুর এজিএস সাদ্দাম হোসাইন সাংবাদিকদের বলেন, আমরা চারটি বিষয়ে শান্তিপূর্ণ আন্দোলন করছি। এর মধ্যে রয়েছে ২৪ ঘণ্টার ভেতর ধর্ষককে গ্রেপ্তার, দ্রুত বিচারের আশ্বাস, আইন সংস্কার এবং ধর্ষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা। আমাদের দাবিগুলো পূরণ না হলে আন্দোলন আরো বেগবান করা হবে।
তিনি বলেন, সকলের অংশগ্রহণে আলপনার মাধ্যমে প্রতিবাদ জানানো হচ্ছে। এখানে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরাও রয়েছেন।
তিনি আরো বলেন, এ আন্দোলন শুধুমাত্র ঢাবির এক শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদ নয়। দেশের বিভিন্ন স্থানে নির্যাতনের শিকার হওয়া সবার জন্য এ আন্দোলন।
ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, শান্তিপূর্ণ এ আন্দোলন চলমান থাকবে। আজ সারা দেশে একই সময়ে সব শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন হচ্ছে। আগামীকাল সারা দেশে ছাত্রলীগের সব ইউনিট মানববন্ধন করবে।