ঢাকা, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ চৈত্র ১৪৩২, ১৭ জ্বমাদিউল সানি ১৪৪৭

ঢাবির ছাত্রী ধর্ষণের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ


প্রকাশ: ৬ জানুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


ঢাবির ছাত্রী ধর্ষণের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়র ২য় বর্ষের শিক্ষার্থীকে ধর্ষণ ও নির্যাতনের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। 

সমাবেশে থেকে বক্তারা ধর্ষণের সাথে জড়িত সকলের সর্বচ্চ শাস্তির দাবি করেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি)  সকাল সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে অপরাজেয় বাংলার পাদদেশে এসে জড়ো হয়।

এসময়  ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক রাকিবুল ইসলাম রাকিব, সদস্য সচিব আমানুল্লাহ আমানসহ কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার কয়েকশত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বান্ধবীর বাড়ি যাবার পথে, রাজধানীর কুর্মিটোলা এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ধর্ষণের শিকার হন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতেলে চিকিৎসারত অবস্থায় রয়েছে।


   আরও সংবাদ