ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২, ২৭ জ্বমাদিউল সানি ১৪৪৭

বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর


প্রকাশ: ৮ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক: বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-২০ টুর্নামেন্ট ২০১৯ এর উদ্বোধন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সন্ধ্যা সাতটার একটু আগে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত থেকে তিনি এই টি-২০ ক্রিকেট আয়োজনের শুভ উদ্বোধন ঘোষণা করেন। টি-২০ এই টুর্নামেন্ট যাতে ভালোভাবে শেষ হয় সেই আশা ব্যক্ত করেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন ঘোষণার পরপরই আতশবাজির ফোয়ারায় বর্ণিল হয়ে ওঠে মিরপুরের আকাশ।

আগামী ১১ ডিসেম্বর থেকে বিপিএলের মাঠের খেলা শুরু হবে। ঢাকা, সিলেট এবং চট্টগ্রামে বিপিএলের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।


   আরও সংবাদ