ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

এসএ গেমসে প্রথম সোনা দিপু চাকমার


প্রকাশ: ২ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


এসএ গেমসে প্রথম সোনা দিপু চাকমার

স্পোর্টস ডেস্ক: নেপালের কাঠমান্ডুতে এসএ গেমসে প্রথম সোনার পদক জিতলো বাংলাদেশ।

সোমবার (২ ডিসেম্বর) তায়কোয়ান্দোতে এসেছে কাঙ্ক্ষিত সেই পদক। বাংলাদেশকে প্রথম সোনার পদক এনে দিয়েছেন দিপু চাকমা।

তায়কোয়ান্দো ডিসিপ্লিনে ছেলেদের একক পুমসায় ঊর্ধ্ব-২৯ শ্রেণিতে ভারতের প্রতিযোগীকে হারিয়ে সোনা জেতেন দিপু।

এর আগে সোমবার সকালে মেয়েদের একক কাতায় (কারাতে ডিসিপ্লিন) ব্রোঞ্জ জেতার মাধ্যমে দেশকে প্রথম পদক এনে দিয়েছিলেন হোমায়রা আক্তার অন্তরা।


   আরও সংবাদ