ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ ভাদ্র ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

ফ্রান্সে শরণার্থী দিবস উপলক্ষ্যে ২০০০ ফুট দীর্ঘ বিশাল মানবতার প্রতীকী চিএ


প্রকাশ: ১৯ জুন, ২০১৯ ১৪:০০ অপরাহ্ন


ফ্রান্সে শরণার্থী দিবস উপলক্ষ্যে ২০০০ ফুট দীর্ঘ বিশাল মানবতার প্রতীকী চিএ

   

প্রতি বছর ২০ জুন বিশ্বজুড়ে শরণার্থীদের অমানবিক অবস্থানের প্রতি আন্তর্জাতিক নেতৃবৃন্দের সচেতনতা সৃষ্টির জন্য পালন করা হয় বিশ্ব শরণার্থী দিবস ।

 

দিবসটি উপলক্ষ্যে শরণার্থী সংকট সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য আইফেল টাওয়ারের পাদদেশে ২০০০ ফুট দীর্ঘ বিশাল মানবতার প্রতীকী চিএ একেছেন চিএশিল্পী গিয়োম লোগ্রোসে সায়ফ ।

অত্যাশ্চর্য এ গ্রাফিতিটি প্যারিসের চ্যাম্পস দে মারস এ ঘাসের ওপর চক,কাঠ কয়লা ও রং দিয়ে বিশেষভাবে আঁকা এ চিএটি আইফেল টাওয়ারের ওপর থেকে স্পষ্ট ভাবে দেখা যায় ।শনিবার প্যারিসের মেয়র আনা হিদালগো এই মানবতাবাদী বিশাল চিএশিল্পের উদ্ভোধন করেন ।

চিএে দেখানো হ্যান্ডশেকটি ভূমধ্যসাগরে অসহায় ও জীবনবিপন্ন শরণার্থীদের উদ্ধারের প্রতীক এবং ভূ-মধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপগামী অভিবাসীদের বিরুদ্ধে অবস্থান নেয়া  দেশগুলোর সরকার ও অভিবাসী বিরোধী কট্ররপন্থী নেতাদের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীকী চিএ ।


   আরও সংবাদ