প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২৫ ০৯:৪৪ পূর্বাহ্ন
সাতক্ষীরা কালিগঞ্জ প্রতিনিধি : জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সাতক্ষীরা-৩ (আশাশুনি– কালিগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, কেন্দ্রীয় শুরা সদস্য পরিচ্ছন্ন রাজনীতিবিদ মুহাদ্দিস রবিউল বাশার।
আজ সোমবার বিকেলে কালিগঞ্জের বৃহৎ বাণিজ্যিক এলাকা নাজিমগঞ্জে গণসংযোগ করেছেন। বিকাল ৫টা থেকে শুরু করে তিনি কালিগঞ্জ উপজেলার প্রধান প্রধান সড়ক ও বাণিজ্যিক এলাকায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন।
এ সময় তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময়কালে মুহাদ্দিস রবিউল বাশার বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য সৎ ও যোগ্য ব্যক্তিকে সংসদে পাঠানো জরুরি।
এতে তার সঙ্গে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল ওহাব সিদ্দিকী, সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, কর্ম পরিষদ সদস্য সহকারী অধ্যাপক ড. মিজানুর রহমান, মাওলনা আব্দুল মোমেন, মাওলনা আব্দুস সামাদসহ উপজেলা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।