ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

ক্যাডেটরা আদর্শ নেতৃত্বের প্রতীক: ধর্ম উপদেষ্টা


প্রকাশ: ১১ অক্টোবর, ২০২৫ ১২:২২ অপরাহ্ন


ক্যাডেটরা আদর্শ নেতৃত্বের প্রতীক: ধর্ম উপদেষ্টা

কুমিল্লা প্রতিনিধি: ধর্ম উপদেষ্টা  ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, একটি জাতির অগ্রগতি ও সমৃদ্ধির মূল ভিত্তি হলো নৈতিকতা ও দেশপ্রেম। বাংলাদেশের ক্যাডেট কলেজসমূহে শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশ ঘটানোর পাশাপাশি তাদেরকে সুশৃঙ্খল, নীতিবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার শিক্ষা দেওয়া হয়ে থাকে। ক্যাডেটরা আদর্শ নেতৃত্বের প্রতীক।

আজ শুক্রবার কুমিল্লা ক্যাডেট কলেজ মসজিদে শিক্ষার্থীদের সমাবেশে তিনি এসব কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, ক্যাডেট কলেজে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত নানা ধর্ম ও সংস্কৃতির শিক্ষার্থীরা একত্রে বসবাস করে। এতে তাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সহযোগিতার মনোভাব গড়ে ওঠে। এরূপ মনোবৃত্তি সমাজে সম্প্রীতি বজায় রাখা ও দেশের উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার্থীদেরকে ধর্মীয় ও নৈতিক গুণাবলিতে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন।

উপদেষ্টা আরো বলেন, ক্যাডেট কলেজের শিক্ষক, প্রশিক্ষক ও পরিবেশ শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতার দৃঢ় ভিত্তি রচনা করে। সততা, ন্যায়পরায়ণতা, পরোপকারিতা, অধ্যবসায় ও সহমর্মিতা প্রভৃতি গুণাবলি চর্চার মাধ্যমে ক্যাডেটরা চরিত্রবান ও সৎ মানুষে পরিণত হয়। নৈতিক মূল্যবোধের এই চর্চাই তাদেরকে দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে অনুপ্রেরণা জোগায়।

অধ্যক্ষ মিজানুর রহমানের সভাপতিত্বে এ সমাবেশে অন্যান্যের মধ্যে উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদসহ ক্যাডেট কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


   আরও সংবাদ