প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:৩৮ অপরাহ্ন
চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছার হাজরাখানা বলুর মেলায় অশ্লীল নৃত্যের আসর থেকে ৪ জনকে আটক করা হয়েছে। একই সাথে তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে ৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার আভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি তাসমিন জাহান। এ সময় চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
আটক করা হলেন হাজীপুর মুন্দিয়া গ্রামের আদিল উদ্দিনেরছেলে শামীম হোসেন (২০),একই গ্রামের আব্দার বিশ্বাসের ছেলে লিমন হোসেন (১৯), আগমুন্দিয়া গ্রামের আরিফ হোসেনের ছেলে রিফা ত (১৯), কাশিপুর গ্রামের মোকছেদ আলীর ছেলে সম্রাট হোসেন (২১), সর্ব থানা- কালীগঞ্জ, জেলা- ঝিনাইদহ।
এ সময় তিনজনকে পাঁচদিন ও একজনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, মেলার শৃঙ্খলা রক্ষা ও অশ্লীলতা দমনে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ দিকে প্রকৃত দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী।