প্রকাশ: ৪ অগাস্ট, ২০২৫ ০৮:১৬ পূর্বাহ্ন
চৌগাছা (যশোর) সংবাদদাতা: যশোরের চৌগাছায় জামায়েতের উদ্দ্যোগে জুলাই গণ অভ্যুথান বর্ষপূর্তি উপলক্ষে গণজমায়েত ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে চৌগাছা প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ জামায়েত ইসলামী ছৌগাছা উপজেলা শাখার আয়োজনে গনজমায়েত ও গণমিছিল অনুষ্ঠিত হয়।
চৌগাছা উপজেলা জামায়েতের আমীর মাওলানা গোলাম মোরশেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিশু হৃদরোগ(আন্তর্যাতিক বিশেষজ্ঞ) যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছ) আসনের সংসদ সদস্য প্রার্থী ডাঃ মোসলেহ উদ্দীন ফরিদ।
বিশেষ অতিথি বাংলাদেশ জামায়েতী উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলান নূরুল ইসলাম,
উপজেলা জমায়াতের সেক্রেটারী মাওলানা নুরুজ্জামান আল মামুনের সঞ্চালনায় কোরআন তেলাওয়াত করেন হাফেজ রুহুল কুদ্দুস। পরে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী, বার বার নির্বাচিত প্যানেল মেয়র ও চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার কামাল আহমদ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাস্টার রহিদুল ইসলাম ও উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাও গিয়াস উদ্দীন সহ প্রমুখ।
এতে আরও বক্তব্য রাখেন ১ নং ফুলসারা ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী মাও শরিফুল ইসলাম, ২ নং পাশাপোল ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী-মাও আব্দুুল কাদের, ৩ নং সিংহঝুলী ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী মাষ্টার রহিদুল ইসলাম, ৪ নং ধলিয়ানী ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী রোকনুজ্জামান, ৬ নং জগদিশপুর ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী মাও আব্দুর রহমা, ৭ নং ফুলসারা ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী মাও নূরুল ্ইসলাম, ৮ নং হাকিমপুর ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী হাফেজ আমিন উদ্দীন, ৯ নং স্বরুপদাহ ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী মাও গিয়াস উদ্দীন, ১০ নং নারায়নপুর ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী তুহিনুর রহমান, ১১ নং সুখপুকুরিয়া ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম সহ জামায়াত শিবিরের নেতৃবৃন্দ।