Severity: Warning
Message: mysqli::real_connect(): Headers and client library minor version mismatch. Headers:100324 Library:30120
Filename: mysqli/mysqli_driver.php
Line Number: 201
Backtrace:
File: /home/bnnews24/public_html/application/controllers/SS_shilpi.php
Line: 6
Function: __construct
File: /home/bnnews24/public_html/index.php
Line: 316
Function: require_once
প্রকাশ: ২৪ জুন, ২০২২ ০৯:২২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু। টিকিট বিক্রির প্রথম দিনে বাসের কাউন্টারগুলোতে অগ্রিম টিকিট কাটতে আসা যাত্রীদের চাপ নেই বলেলই চলে। তবে কাউন্টারগুলো বলছে, কমবেশি যারা আসছে টিকিট কাটতে তাদের মধ্যে অধিকাংশ যাত্রীই ৭ জুলাইয়ের টিকিট সংগ্রহ করছে।
শুক্রবার সকাল রাজধানীর গাবতলী, কলাবাগান, ফকিরাপুল, আরামবাগ ও সাইদাবাদ বাস কাউন্টারগুলোতে ঘুরে দেখা যায়, বাস কাউন্টারগুলোতে তেমন চাপ নেয়। একযোগে এসব বাস কাউন্টার থেকে অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। কিন্তু অগ্রিম টিকিটের জন্য লম্বা লাইনে অপেক্ষা করে থাকতে দেখা যায়নি যাত্রীদের।
বাসের টিকিট বিক্রির পূর্বঘোষণা থাকলেও বেশ কয়েকজন যাত্রী অভিযোগ করে বলেন, আজ অগ্রিম টিকিট দেওয়া হবে সেটা তারা জানতেন না। তা ছাড়া চাহিদা অনুযায়ী টিকিট না পাওয়ারও অভিযোগ ছিল তাদের।
হানিফ পরিবহনের জেনারেল ম্যানেজার মোশারফ হোসেন বলেন, অগ্রিম টিকিট বিক্রির চাপ নেই। যারাই টিকিট কাটতে আসছেন সবারই টিকিটের চাহিদা ৭ তারিখ রাতের। ৭ তারিখ রাতে প্রতিটি গন্তব্যে হয়তো ৪টা করে গাড়ি যাবে। তাহলে সবাইকে তো আমরা ৭ তারিখ রাতের টিকিট দিতে পারব না। এ ছাড়া অন্যান্য দিনের কোন টিকিট বিক্রি হচ্ছে না। তা ছাড়া বন্যা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সব মিলে মানুষের বাড়ি যাওয়ার প্রতি আগ্রহও কম।
ঈদে সড়কের অবস্থার বিষয়ে বলেন, ‘ঈদের আগে রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো না। এবার কোরবানির ঈদে গরুর ট্রাক আসবে, আবার যাত্রী নিয়ে বাসও যাবে সে ক্ষেত্রে যানজট হওয়ার সম্ভাবনা আরও বেশি। ফলে স্বাভাবিক রুটিন অনুযায়ী গাড়ি চলবে। বিশেষ কোন কোর্স চালানোর এখনো চিন্তা ভাবনা করছি না। পরিস্থিতি ও চাহিদা বিবেচনা করে দেখব বাড়তি কোর্স চালানো যাবে কিনা।