Severity: Warning
Message: mysqli::real_connect(): Headers and client library minor version mismatch. Headers:100324 Library:30120
Filename: mysqli/mysqli_driver.php
Line Number: 201
Backtrace:
File: /home/bnnews24/public_html/application/controllers/SS_shilpi.php
Line: 6
Function: __construct
File: /home/bnnews24/public_html/index.php
Line: 316
Function: require_once
প্রকাশ: ২২ জুন, ২০২২ ০৮:৪৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয় সয়াবিন বীজ বহনকারী ঢাকা মেট্রো ট-১৮-৪৫৪৫ নম্বরের একটি ট্রাক। টাঙ্গাইলের করটিয়া পৌঁছালে একদল ছিনতাইকারী একটি মিনিট্রাক দিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে ট্রাকটি চালক ও সহকারীসহ ছিনিয়ে নিয়ে যায়। এরপর ময়মনসিংহের মুক্তাগাছায় ছিনতাইকারীরা ট্রাকের চালককে ছুরিকাঘাত ও সহকারীকে মারধর করে ট্রাক থেকে ফেলে দেয়।
বুধবার বিকালে জাতীয় জরুরি পরিসেবা-৯৯৯ এর মিডিয়া অফিসার পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেন।
পরে স্থানীয় লোকজনের সহায়তায় তখন তারা চাঁপাইনবাবগঞ্জে অবস্থানরত ট্রাকের মালিককে ছিনতাইয়ের ঘটনা জানায়। চাঁপাইনবাবগঞ্জ থেকে ট্রাক মালিক আনোয়ার ‘জাতীয় জরুরি সেবা-৯৯৯’ নম্বরে ফোন করেন বুধবার সকাল সাড়ে আট টায়।
ট্রাকের মালিক ৯৯৯ কে ঘটনা জানিয়ে বলেন, ট্রাকটিতে জিপিএস অবস্থান শনাক্তকারী ডিভাইস সংযোজিত আছে। যার মাধ্যমে তিনি দেখতে পাচ্ছিলেন ট্রাকটি বর্তমানে নেত্রকোণার দুর্গাপুর থানা এলাকায় চলমান রয়েছে।
পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, ৯৯৯ কলটেকার কনষ্টেবল আলমগীর হোসেন কলটি রিসিভ করেছিলেন। কনষ্টেবল আলমগীর তাৎক্ষণিকভাবে দুর্গাপুর থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানায়। পরবর্তীতে ৯৯৯ ডিসপাচার এসআই মেহেদী মাসুম কলার এবং সংশ্লিষ্ট থানা পুলিশের সাথে যোগাযোগ করে পুলিশী তৎপরতার আপডেট নিতে থাকেন।
সংবাদ পেয়ে দুর্গাপুর থানার একটি দল অবিলম্বে ঘটনাস্থলে যায় ও বিরশিরি এলাকা থেকে ট্রাকটি রাস্তার পাশে থামানো অবস্থায় উদ্ধার করে। পুলিশের তৎপরতা টের পেয়ে ছিনতাইকারীরা ট্রাকটি রাস্তার পাশে থামিয়ে রেখে পালিয়ে যায়।
পরে আইনী ব্যবস্থান প্রক্রিয়াধীন, অপরাধীদের গ্রেপ্তারের প্রচেষ্টা চলছে। সংবাদ পেয়ে ট্রাক মালিক ইতোমধ্যে চাঁপাইনবাবগঞ্জ থেকে দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। দুর্গাপুর থানা পুলিশ দলের নেতৃত্বে থাকা এসআই আব্দুল্লাহ আল ফাহাদ ৯৯৯ কে বিষয়টি নিশ্চিত করেন।