A PHP Error was encountered

Severity: Warning

Message: mysqli::real_connect(): Headers and client library minor version mismatch. Headers:100324 Library:30120

Filename: mysqli/mysqli_driver.php

Line Number: 201

Backtrace:

File: /home/bnnews24/public_html/application/controllers/SS_shilpi.php
Line: 6
Function: __construct

File: /home/bnnews24/public_html/index.php
Line: 316
Function: require_once

বন্যাদুর্গত অসহায় বানভাসি মানুষের পাশে বিজিবি
ঢাকা, শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১১ শ্রাবণ ১৪২৯, ৩ রমজান ১৪৪৪

বন্যাদুর্গত অসহায় বানভাসি মানুষের পাশে বিজিবি


প্রকাশ: ২০ জুন, ২০২২ ০১:৫১ পূর্বাহ্ন


বন্যাদুর্গত অসহায় বানভাসি মানুষের পাশে বিজিবি

নিজস্ব প্রতিবেদক: সিলেট ও সুনামগঞ্জ জেলায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত বানভাসি মানুষদের উদ্ধার, বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ ও জরুরি চিকিৎসা সেবা দিয়ে পাশে দাঁড়িয়েছে বিজিবি। 

অদ্য ১৯ জুন ২০২২ তারিখে বিজিবি'র সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর তত্বাবধানে অত্যন্ত দুর্গম ডিবির হাওর এলাকায় ২৫০টি পরিবার (১০০০ জন) এবং প্রতাপপুর এলাকার ৭০টি পরিবার (২৮০ জন)-এর মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় বিজিবির সরাইল রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।

অপরদিকে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর তত্বাবধানে সুনামগঞ্জ জেলার বন্যাদুর্গত দুর্গম সীমান্তে ১২৫ টি বানভাসি পরিবারকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়াসহ ২৫০টি পরিবার (১০০০ জন)-এর মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

এছাড়াও জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর তত্ত্বাবধায়নে সিলেট জেলা শহরের টুকের বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৯৫৯ জন দুস্থ ও অসহায় জনসাধারণকে বিজিবির একটি চিকিৎসক দল কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং ঔষধ বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক বন্যা শুরু হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে সীমান্তবর্তী বন্যা পীড়িত  অসহায় প্রান্তিক জনগণের পাশে দাঁড়িয়েছে বিজিবি। সিলেট ও সুনামগঞ্জ ছাড়াও লালমনিরহাট, কুড়িগ্রাম, শেরপুর, জামালপুর, নেত্রকোনা সহ বন্যাকবলিত বিভিন্ন স্থানে বিজিবি বন্যার্তদের সহায়তায় কাজ করে যাচ্ছে।


   আরও সংবাদ