প্রকাশ: ১৮ জুন, ২০২২ ০২:২৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বন্যার পানিতে নিখোঁজ হওয়ার ১৫ ঘণ্টা পর কৃষক ও এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৮ জুন) সকাল ৭টার দিকে আলাদা জায়গা থেকে ওই দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন জেলার ঝিনাইগাতী উপজেলা সদর ইউনিয়নের বরাগীপাড়া গ্রামের মৃত নফেজ উদ্দিনের ছেলে কৃষক আশরাফ আলী (৬০) ও ধানশাইল ইউনিয়নের বাগেরভিটা গ্রামের শেখ কাদের আলীর ছেলে রাজমিস্ত্রি আবুল কালাম (৩৩)।
স্থনীয় সূত্রে জানা গেছে, গতকাল (১৭ জুন) বিকেল সাড় ৫টার দিকে বাগেরভিটা গ্রামের রাজমিস্ত্রি আবুল কালাম হাঁস ধরতে গিয়ে বন্যার পানিত ভেসে গিয়ে নিখোঁজ হন।
একই দিন বরাগীপাড়া গ্রামের কৃষক আশরাফ আলী অসাবধানতায় বন্যার পানিতে পড়ে তীব্র স্রোতে ভেসে যান। এরপর শনিবার (১৮ জুন) সকাল ৬টার দিকে পানিতে দুজনের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে আত্মীয়-স্বজনরা।
এ বিষয়ে ঝিনাইগাতী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক ওই দুইজনর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, প্রয়াজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।