ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ


প্রকাশ: ১৬ জুন, ২০২২ ১২:৪৮ অপরাহ্ন


 ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় ঢাকাগামী ভাওয়াল এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে বন্ধ রয়েছে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ। বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে।

জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান, ঢাকাগামী ভাওয়াল এক্সপ্রেসের একটি বগি রাজেন্দ্রপুরে লাইনচ্যুত হয়েছে। আপাতত ঢাকার সঙ্গে ময়মনসিংহের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।


 তিনি আরও জানান, ওই ট্রেনে শতাধিক যাত্রী আটকা পড়েছেন। ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন চাওয়া হয়েছে।


   আরও সংবাদ