ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

বাবাকে মৃত দেখিয়ে জমির নামজারির জন্য আবেদন ছেলের


প্রকাশ: ১৪ জুন, ২০২২ ০৭:৪৮ পূর্বাহ্ন


বাবাকে মৃত দেখিয়ে জমির নামজারির জন্য আবেদন ছেলের

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় জীবিত এক ব্যাক্তিকে মৃত দেখিয়ে একটি জমির মিউটেশন (নামজারি) করার চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। যদিও সংশ্লিষ্ট কর্মকর্তার দাবি ভুলে জীবিত ব্যাক্তিকে মৃত দেখানো হয়েছে। আবেদনকারী ছেলে পিতাকে কেন মৃত উল্লেখ করে আবেদন করেছিলেন, তার কোনো সদুত্তর দিতে পারেননি। 

স্থানীয় আলগী ইউনিয়নের মানিকদী গ্রামে জবেদ আলী ফকিরকে মৃত দেখানো হয় সরকারি নথিতে।  


 
ভূমি অফিসের তথ্য অনুযায়ী, (আলগী ইউনিয়নের মানিকদী মৌজার ৫৭২ নম্বর  খতিয়ানের জে.এল নম্বর ৫২) গত বছরের ২ সেপ্টেম্বর এই মিউটেশনটির একটি আবেদন করা হয় (আবেদন নম্বর ৩৬৯৮৩১৫)। এ মিউটেশনের আবেদন ফরমে জবেদ আলীকে মৃত দেখানো হয়। কিন্তু অন্য কাগজপত্র, দলিল  ও জবেদ আলীর ছেলে ছামাদ আলীর ভোটার আইডি কার্ডের তথ্যানুযায়ী  জবেদ আলী জীবিত। বিষয়টির সত্যতা মেলে অফিস কর্তৃপক্ষের কাছেই। 

যাচাই-বাছাই না করে আলগী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. বদরুদ্দোজা খান গত বছরের ১২ সেপ্টেম্বর এ মিউটেশনটির প্রস্তাব করেন এবং ২২ সেপ্টেম্বর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. নুরেজ্জামান ভূঁইয়া ‘পরীক্ষান্তে সঠিক পাওয়া গেল’ মর্মে স্বাক্ষর দেন। পরে ২৯ সেপ্টেম্বর সহকারী কমিশনার (ভূমি) এর অতিরিক্ত দায়িত্বে থাকা ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন ‘প্রস্তাব মতে অনুমোদিত’ লেখা এ মিউটেশন পত্রে স্বাক্ষর করেন। সেখানে ১৮ দশমিক ৮৭ শতাংশ জমি জবেদ আলী ফকিরের ছেলে ছামাদ আলী ফকিরের নামে করা হয়েছে।

মঙ্গলবার সরজমিন গিয়ে জানা গেছে, উপজেলার আলগী ইউনিয়নের মানিকদী গ্রামের বাসিন্দা জবেদ আলী ফকির (৭৮) নামের যে ব্যাক্তিকে মৃত দেখানো হয়েছে তিনি মৃত নন, বেঁচে আছেন। 

জবেদ আলী ফকির এ প্রতিবেদককে বলেন, আমি মরলে তোমাগো লগে কথা কই কেমনে? 

এদিকে জমির মিউটেশনের বিষয়ে কিছুই না জানার কথা জানান জবেদ আলী।

জবেদ আলীর ছেলে ছামাদ আলীর দাবি, ভূমি অফিস কর্তৃপক্ষের দায়িত্বের অবহেলায় এ ঘটনা ঘটেছে। 

তার স্বাক্ষরিত মিউটেশনের আবেদন পত্রে পিতার নাম কেন ‘মৃত জবেদ আলী ফকির’ লেখা রয়েছে ,এ প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে তিনি এটিও ‘অফিসের ভুল’ বলে দায় এড়ানোর চেষ্টা করেন। 

আলগী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. বদরুদ্দোজা খান বলেন, মিউটেশনে ভুলবশত জীবিত ব্যাক্তিকে মৃত দেখানো হয়েছে।

উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. নুরেজ্জামান ভূইয়া জানান, আবেদনকারীর পিতা জীবিত না মৃত এমন তথ্য যাচাই করা হয় না। 


   আরও সংবাদ