Severity: Warning
Message: mysqli::real_connect(): Headers and client library minor version mismatch. Headers:100324 Library:30120
Filename: mysqli/mysqli_driver.php
Line Number: 201
Backtrace:
File: /home/bnnews24/public_html/application/controllers/SS_shilpi.php
Line: 6
Function: __construct
File: /home/bnnews24/public_html/index.php
Line: 316
Function: require_once
প্রকাশ: ১২ জুন, ২০২২ ০৩:২৮ পূর্বাহ্ন
ক্রীড়া প্রতিবেদক: সাকিব আল হাসানের শূন্যতা পূরণ না হলেও মাঝে মধ্যে তাঁকে ছাড়া খেলা দলের জন্যই লাভ। বাঁহাতি এ অলরাউন্ডারের জায়গায় দু’জন খেলোয়াড়কে পরখ করে দেখতে পারে টিম ম্যানেজমেন্ট। এই প্র্যাকটিসের ভেতর দিয়ে সাকিবকে ছাড়াও ভালো খেলতে শিখে যাবে বাংলাদেশ। যে উপলব্ধি সাকিবেরও। তাই তিনি প্রায়ই বলে থাকেন, কোনো একটি সিরিজে তাঁর না খেলা মানে অন্য কাউকে সুযোগ করে দেওয়া।
এতে করে খেলার সুযোগ পেলে একজন উদীয়মান ক্রিকেটার যেমন নিজেকে মেলে ধরার মঞ্চ পান, তেমনি টিম ম্যানেজমেন্ট বিকল্পদের পরখ করে নিতে পারে। ভারত, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ডের মতো দেশ এখন নিয়মিতই বিকল্প ক্রিকেটারদের খেলার সুযোগ করে দেয়। বাংলাদেশের ক্রিকেটে যেটাকে দেখা হয় বিলাসিতা হিসেবে। সিরিজ জিতে নেওয়ার পরও তাই বিকল্পদের রিজার্ভ বেঞ্চেই রেখে দেওয়া হয়।
বিসিবি চায়, এই সংকীর্ণতা থেকে বের হয়ে আসতে। সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে জুলাই-আগস্টের জিম্বাবুয়ে সফরে তিন ওয়ানডে ও তিন ম্যাচ টি-২০ সিরিজে খেলাতে চায় উদীয়মান খেলোয়াড়দের।
গত বছর ওমান-আমিরাতের টি২০ বিশ্বকাপে ভরাডুবির পরই নতুন দল গড়ে তোলার বিষয়টি সামনে আনেন বিসিবির কয়েকজন পরিচালক। পরীক্ষামূলকভাবে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের টি২০ ম্যাচগুলো খেলাও হয় অপেক্ষাকৃত তরুণদের নিয়ে। যে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল মুশফিকুর রহিম, লিটন দাসকে। চোটের কারণে খেলতে পারেননি সাকিব। আর তামিম ইকবাল তো টি২০ খেলেনই না।
যদিও বিপিএল পরবর্তীতে মুশফিক, সাকিব, লিটনদের নিয়ে আফগানিস্তানের বিপক্ষে খেলে দুই ম্যাচের টি২০ সিরিজটি। এবার উইন্ডিজ সফরের টি২০ দলে সাকিব, লিটনকে রাখা হলেও মুশফিক নেই। হজ পালন করতে ক্যারিবীয় সফর থেকে ছুটি নিয়েছেন তিনি। উইকেটরক্ষক এ ব্যাটারের জায়গায় খেলার সুযোগ পাবেন উদীয়মান কেউ। যদিও জিম্বাবুয়ে সফর দিয়ে খেলায় ফিরতে চাইবেন মুশফিক। বিসিবিও তাই বিশ্রাম নীতিতে সিনিয়রদের পথ একেবারে বন্ধ করে দিচ্ছে না।
ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসের মতে, 'আমাদের পরিকল্পনা জিম্বাবুয়ে সফরে সিনিয়রদের বিশ্রাম দিয়ে তরুণদের পাঠানো। তবে সিনিয়রদের কেউ খেলতে চাইলে সুযোগ থাকবে। বিকল্প খেলোয়াড়দের প্রস্তুত করতে সব দেশই এ ধরনের সুযোগ নেয়। আমাদের ক্রিকেটেও এটা চালু করতে চাই। এ ছাড়া সিনিয়রদের বিশ্রামেরও তো প্রয়োজন পড়ে।'
গত বছর শ্রীলঙ্কা সফরে বিকল্প দল পাঠিয়েছিল ভারত। ২০১৭ সালে শ্রীলঙ্কার নিদাহাস ট্রফিতে তরুণ ক্রিকেটারদের নিয়ে চ্যাম্পিয়ন হয় রোহিত শর্মার ভারত। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে পূর্ণ শক্তির দল পাঠায়নি বাংলাদেশে। ২০২১ সালে বিকল্প টেস্ট এবং ওয়ানডে দল নিয়ে খেলে গেছে ওয়েস্ট ইন্ডিজ। যে কারণে জেসন হোল্ডারদের বিকল্প তৈরি হয়ে গেছে ক্যারিবীয় ক্রিকেটে। নিউজিল্যান্ডের পাইপলাইনও সমৃদ্ধ থাকে সব সময়। ২০২২ সালের টি২০ বিশ্বকাপ এবং ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ মাথায় রেখে বিকল্প খেলোয়াড়দের সামর্থ্য যাচাই করে নিতে চায় বিসিবিও।
জাতীয় দলের ম্যানেজমেন্ট তাই জিম্বাবুয়ে সফরকেই উপযুক্ত জায়গা মনে করে। এর কারণও আছে, জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো বিশ্বকাপ সুপার লিগের ম্যাচ না। টি২০ সিরিজ হারলেও সরাসরি বিশ্বকাপ খেলায় প্রভাব পড়বে না। ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজ দিয়েই যে কারণে বিশ্রামে যাচ্ছেন সাকিব। খেলায় ফিরবেন টি২০ এশিয়া কাপ দিয়ে। ২ জুন বিসিবি পরিচালনা পর্ষদের সভা শেষের সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতিও সে ইঙ্গিত দেন। জিম্বাবুয়ে সফরের পর তিন সংস্করণেই নিয়মিত খেলবেন সাকিব। বাঁহাতি এ অলরাউন্ডারের মতো বাকি তিন সিনিয়র মুশফিক, তামিম, মাহমুদউল্লাহ বিশ্রাম নেবেন কিনা জানেন না বিসিবি কর্মকর্তারাও।