ঢাকা, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ চৈত্র ১৪৩২, ২২ জ্বমাদিউল সানি ১৪৪৭

চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি চেয়ারম্যান নির্বাচিত


প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২১ ১০:৩৬ পূর্বাহ্ন


চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি চেয়ারম্যান নির্বাচিত

মোঃ ফখরুল ইসলাম, চৌগাছা ( যশোর) প্রতিনিধি :

যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফুলসারা ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। রবিবার (১৭ অক্টোবর) চৌগাছা উপজেলার ১১টি ইউনিয়ন পিরষদের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে ১নং ফুলসারা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে একমাত্র উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী মনোনয়নপত্র জমা দেন। চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইউনিয়ন থেকে আর কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেয়ায় তিনি বেসরকারিভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন। উল্লেখ্য, মেহেদী মাসুদ চৌধুরী ২য় বারের মত ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলেন।


এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার ও ফুলসারা, সিংহঝুলী এবং চৌগাছা সদর ইউনিয়নের রিটার্নিং অফিসার সেলিম রেজা বলেন, ফুলসারা ইউনিয়নে ৪ জন মনোয়নপত্র ক্রয় করলেও মাত্র একজন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখন আনুষ্ঠানিকতা শেষে তাকে নির্বাচিত ঘোষণা দেয়া হবে। এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান ফুলসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহদী মাসুদ চৌধুরী বলেন, আমি ইউনিয়নের সাধারন মানুষের সাথে ছিলাম, আছি থাকবো ইনশাআল্লাহ। আমি ইউনিয়ন বাসীর প্রতি কৃতজ্ঞ। তারা আমার প্রতি যে সন্মান দেখিয়েছেন তা আমরণ মনে রাখবো। আগামী দিনেও ইউনিয়নসহ সমগ্র উপজেলাবাসীর সুখে দুঃখে পাশে থাকবো ইনশাআলাহ।


   আরও সংবাদ