ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

নোয়াখালী রিক্সা চালক হত্যার আসামী বেনাপোল পোর্ট থানা পুলিশের হাতে আটক


প্রকাশ: ১৯ সেপ্টেম্বর, ২০২১ ০৮:২৫ পূর্বাহ্ন


নোয়াখালী রিক্সা চালক হত্যার আসামী বেনাপোল পোর্ট থানা পুলিশের হাতে আটক

আশানুর রহমান আশা -- বেনাপোল।
নোয়াখালী বেগমগনজ থানার চৌমুহনী এলাকায় রিক্সা চালক আবুল হোসেন হত্যার আসামী নুরুল আমিন মোর্শেদ কে বেনাপোল বাজার থেকে আটক করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশ।রবিবার বিকালে বেনাপোল স্কুল মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক নুরুল আমিন মোর্শেদ নোয়াখালী জেলার বেগমগনজ থানার চৌমুহনী গনিপুর এলাকার আলী আকবর এর ছেলে। গত ১৬ সেপ্টেম্বর ২০২১ইং রোজ বৃহস্পতিবার সাড়ে ১১ টার সময় চৌমুহনী এলাকায় আবুল হোসেনের রিক্সা ভাড়া নেন নুরুল আমিন মোর্শেদ ভাড়া নিয়ে তাদের ভিতর তর্ক বিতর্ক হয়।এক পর্যায়ে নুরুল আমিন মোর্শেদ দা দিয়ে আবুল হোসেনের গলায় কোপ দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যায় রিক্সা চালক।এ ব্যাপারে বেগমগনজ থানায় হত্যা মামলা দায়ের হয়। 

আটকের বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান,গোপন সংবাদে জানতে পারি নোয়াখালী বেগমগনজ থানার চৌমুহনী এলাকায় রিক্সা চালক আবুল হোসেন হত্যার আসামী নুরুল আমিন মোর্শেদ বেনাপোল এলাকায় অবস্থান করছে।এমন সংবাদে সঙ্গীয় ফোর্স নিয়ে বেনাপোল হাইস্কুলে মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়।বিষয়টি বেগমগনজ থানাকে অবগত করা হয়েছে।
প্রেরক 
আশানুর রহমান আশা
বেনাপোল
১৯/৯/২১


   আরও সংবাদ