ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

জিসিবি কলেজ পরিদর্শন বিটিআরসি ভাইস চেয়ারম্যানের


প্রকাশ: ১৮ সেপ্টেম্বর, ২০২১ ০৫:০৫ পূর্বাহ্ন


জিসিবি কলেজ পরিদর্শন বিটিআরসি ভাইস চেয়ারম্যানের

মোঃ ফখরুল ইসলাম, চৌগাছা ( যশোর) প্রতিনিধি :

যশোরের চৌগাছার জিসিবি আদর্শ কলেজ পরিদর্শন করেছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের ভাইস চেয়ারম্যান (অবসরপ্রাপ্ত সচিব) সুব্রত রায় মৈত্র।

শনিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় তিনি উপজেলার চাঁদপাড়া গ্রামের এই কলেজ পরিদর্শন করেন। তিনি সম্প্রতি কলেজটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত হয়েছেন।
পরে তিনি কলেজ ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতিত্ব করেন এবং শ্রেণিকক্ষ ঘুরে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পরিদর্শন করেন।


 
ব্যবস্থাপনা কমিটির সভায় কলেজের অধ্যক্ষ আবু জাফরের সঞ্চালনায় ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় সাবেক ছাত্রনেতা সুব্রত রায় ও শুভঙ্কর রায় তার সাথে ছিলেন।

সভায় করোনার পরে শিক্ষার্থীদের নিরাপদে আগমন-প্রস্থান, কলেজের নির্মাণাধীন সরকারি ভবনসহ কলেজ ব্যবস্থাপনার বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সভার আগে সুব্রত রায় মৈত্র কলেজে পৌঁছলে শিক্ষক-কর্মকর্তা কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন।


   আরও সংবাদ