ঢাকা, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ চৈত্র ১৪৩২, ১৭ জ্বমাদিউল সানি ১৪৪৭

ছাত্রদলের ওপর হামলা ঘটনায় ঢাবি ছাত্রলীগের সভাপতির দুঃখপ্রকাশ


প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


ছাত্রদলের ওপর হামলা ঘটনায় ঢাবি ছাত্রলীগের সভাপতির দুঃখপ্রকাশ

 স্টাফ রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের উপর অতর্কিত হামলায় বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী  বলেছেন, ‘কাউকে শারীরিকভাবে আঘাত করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। লিখিত অভিযোগ এলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে৷

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকালে সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস দুঃখপ্রকাশ করে বলেন, এই ঘটনার সময় তিনি বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের ভেতরে ছিলেন। তার বা ছাত্রলীগের পক্ষ থেকে কারও ওপর হামলার কোনো নির্দেশনা দেওয়া হয়নি। অতি-উৎসাহী নেতা-কর্মীরা এ ঘটনাটি ঘটিয়েছেন। 

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘সাংবাদিকদের সঙ্গে যে আচরণ হয়েছে, তা আমাদের ব্যর্থতা বলে মনে করি। সংগঠনের পক্ষ থেকে আমরা দুঃখিত৷’


   আরও সংবাদ