ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

যশোরে যুবককে ছুরিঘাত


প্রকাশ: ১৪ সেপ্টেম্বর, ২০২১ ১০:৩৪ পূর্বাহ্ন


যশোরে যুবককে ছুরিঘাত


যশোরে মঙ্গলবার সন্ধ্যায় নাসিম হোসেন (২৬) নামের এক যুবককে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

নাসিম শহরের নিউমার্কেট এলাকার রওশন আলীর ছেলে। নাসিমের বান্ধবী কণা জানান, তারা দুইজন শহরের চিত্রা মোড় এলাকায় দাড়িয়ে কথা বলছিলেন।

হঠাৎ কয়েক জন অজ্ঞাত যুবক নাসিমকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তন্ময় দাস জানান, আহতের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়েছে। চিকিৎসার জন্য তাকে সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়েছে।


   আরও সংবাদ