প্রকাশ: ৬ সেপ্টেম্বর, ২০২১ ০৮:২৬ পূর্বাহ্ন
সাইফুল (যশোর)
প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে জাহিদ হাসান টুকুন এবং সম্পাদক পদে এসএম তৌহিদুর রহমান বিজয়ী হয়েছেন।
সভাপতি পদে জাহিদ হাসান টুকুন পেয়েছেন ৮০ ভোট এবং সম্পাদক পদে এসএম তৌহিদুর রহমান পেয়েছেন ৬৪ ভোট।
সভাপতি পদে অপর প্রার্থী মতিনুজ্জামান মিঠু পেয়েছেন ৮ ভোট এবং সম্পাদক পদে অপর দুই প্রার্থী আহসান কবীর বাবু পেয়েছেন ২৮ ভোট ও জুয়েল মৃধা পেয়েছেন ৫ ভোট পেয়েছেন।
আজ সকাল ৯ টা থেকে ভোটগ্রহণ চলে বিকেল তিনটা পর্যন্ত। নির্বাচনে ৯৯ জন ভোটারের মধ্যে ৯৮ জন ভোট প্রদান করেন। একজন ভোট প্রদান না করায় তার ব্যালট বাতিল ঘোষণা করা হয়। ভোটগণনা শেষে প্রার্থী ও প্রেসক্লাব সদস্যদের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী ফরিদুল ইসলাম, সদস্য সচিব শাহারিয়ার বাবু ও সদস্য জেলা সিনিয়র তথ্য অফিসার মশিউর রহমান।
নির্বাচিত অন্যরা হলেন, সহ-সভাপতি পদে ওহাবুজ্জামান ঝন্টু ৫৪ ও নূর ইসলাম ৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
এ পদে অন্য দুই প্রার্থী ও আনোয়ারুল কবীর নান্টু ও মহিদুল ইসলাম মন্টু পেয়েছেন যথাক্রমে ৩৮ ও ১৬ ভোট ।
যুগ্মসম্পাদক পদে সরোয়ার হোসেন ৫২ ভোট ও হাবিবুর রহমান মিলন ৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
এ পদে মোকাদ্দেছুর রহমান রকি ৪৫ ভোট পেয়েছেন।
কোষাধ্যক্ষ পদে হাবিবুর রহমান রিপন ৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জাহিদ আহমেদ লিটন ৪০ ভোট পেয়েছেন।
দপ্তর সম্পাদক পদে তৌহিদ জামান ৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আব্দুল কাদের ৪৩ ভোট।
সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক পদে তহীদ মনি ৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার প্রতিদ্বন্দ্বী মনিরুজ্জামান মুনির ৩৬ ভোট পেয়েছেন।
নির্বাহী সদস্য পদে নির্বাহী সদস্যের ছয়টি পদে বিজয়ী হয়েছেন শহিদ জয় ৭১, শিকদার খালিদ ৬৭ জাহিদুল কবীর মিল্টন ৬৫, ফিরোজ গাজী ৬১, আশরাফুল আজাদ ৬০ সাজেদ রহমান ৫৫, ও ৪২ ভোট পেয়ে বিজয়ী হন।
মুর্শিদুল আজিম হিরু ৪৮ ও আব্দুল ওয়াহাব মুকুল ৪৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।