ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

ঝিকরগাছায় যুবককে হত্যা করেছেন তার স্ত্রী ও ভাই


প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২১ ১০:৩৫ পূর্বাহ্ন


ঝিকরগাছায় যুবককে হত্যা করেছেন তার স্ত্রী ও ভাই

যশোরের ঝিকরগাছায় রফিকুল ইসলাম নামে এক যুবককে হত্যা করেছেন তার স্ত্রী ও ভাই। শনিবার ৪ সেপ্টেম্বর বিকেল পোনে চারটার দিকে নিজ বাড়িতে স্ত্রী ও ভাই মিলে তাকে হত্যা করে।
ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, বিষয়টি শুনেছি। অভিযোগটি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। নিহত রফিকুল ইসলাম (৩২) ঝিকরগাছা উপজেলার বালিয়া গ্রামের তোফাজ্ঝেল হোসেনের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে রফিকুল ইসলামের ছোট ভাই জাকিরের সাথে তার স্ত্রী পাপিয়ার অবৈধ সম্পর্ক। এই ঘটনার জের ধরে শনিবার বিকাল পোনে চারটার দিকে তাদের মধ্যে দ্বন্দ্ব হয়।
নিজ বাড়িতে রফিকুলের ছোট ভাই জাকির ও স্ত্রী মিলে তাকে মারপিট করে। পরে তিনি মারা যান। পুলিশ লাশ উদ্বার করে মর্গে প্রেরণ করেছে বলে জানা গেছে।


   আরও সংবাদ