প্রকাশ: ১ সেপ্টেম্বর, ২০২১ ০৭:০৬ পূর্বাহ্ন
সাইফুল (যশোর)
আজ বুধবার সকাল ১১ টায় শহরের লালদীঘির পাড়ে দলটির জেলা কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জেলা বিএনপি।
জেলা বিএনপি'র আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
এসময় যশোরের আটটি উপজেলার নেতৃবৃন্দের কাছে করোনার সুরক্ষা সামগ্রী প্রদান করেন অনিন্দ্য ইসলাম অমিত।
এর আগে সকালে কারবালার কবরস্থানে সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম সহ সকল নেতাকর্মীর জন্য দোয়া করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। জেলা যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু, জেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান, আব্দুস সালাম আজাদ, নগর সভাপতি মারুফুল ইসলাম, সদর উপজেলা সভাপতি নুরুন্নবী, সম্পাদক মনির আহমেদ ছিদ্দিকী বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমীর ফয়সাল, ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, জেলা যুবদলের সভাপতি তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, ৮ উপজেলার সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।