ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

চৌগাছায় কাগজপত্রবিহীন ১২৫ মোটরসাইকেল আটক


প্রকাশ: ২৯ অগাস্ট, ২০২১ ১১:১০ পূর্বাহ্ন


চৌগাছায় কাগজপত্রবিহীন ১২৫ মোটরসাইকেল আটক

মোঃ ফখরুল ইসলাম, চৌগাছা ( যশোর) প্রতিনিধি :

ট্রাফিক পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন যশোর ট্রাফিক পুলিশের সার্জেন্ট খায়রুল হক। তার সাথে উপ-পরিদর্শক (টিএসআই) সাইফুল ইসলামসহ ট্রাফিক পুলিশের সদস্যরা ছিলেন।

রবিবার (২৯ আগস্ট) সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত শহরের বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে নিবন্ধন বিহীন, ড্রাইভিং লাইসেন্স না থাকা ও হেলমেট না থাকার অভিযোগে এসব মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মামলা দিয়ে সেগুলো আটক করা হয়।

ট্রাফিক পুলিশের সার্জেন্ট খাইরুল হক বলেন, নিবন্ধন না থাকা, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকার অভিযোগে এসব মোটরসাইকেল চালকদের নানা অংকের জরিমানা করা হয়েছে। মোটরসাইকেল গুলো আটক করে চৌগাছা থানায় দেয়া হয়েছে।

চৌগাছা থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইব্রাহিম রাসেল বলেন, নিবন্ধনহীন ছাড়াও ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকার অভিযোগে ট্রাফিক পুলিশ মামলা দিয়ে ১২৫টি মোটরসাইকেল আমাদের কাছে হস্তান্তর করেছেন।


   আরও সংবাদ