প্রকাশ: ৮ মে, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক:প্যারিসে আনন্দ উৎসব আর আড্ডার মধ্য দিয়ে ফ্রান্সের প্যারিসে উদযাপিত হলো সময় টেলিভিশনের বর্ষপূর্তি ।
টেলিভিশনটির বর্ষপূর্তি উপলক্ষে রাজধানী ঢাকায় সাথে মিল রেখে শিল্প ,সাহিত্য ও সংস্কৃতির নগরী প্যারিসেও সময় দর্শক ফোরামের উদ্যোগে আয়োজন করা হয় আনন্দঘন অনুষ্ঠানের।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ থেকে টেলিফোনে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান সময় টেলিভিশনের বার্তা বিভাগের প্রধান তুষার আবদুল্লাহ।
ফ্রান্স প্রতিনিধি লুৎফুর রহমান বাবুর সঞ্চালনায় আনন্দ আড্ডায় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশন এর সভাপতি কাজী এনায়েত উল্লাহ,প্রখ্যাত সুইস আইনজীবী জ্য দোন,ফ্রান্সের অভারভিলা বাংলাদেশ জামে মসজিদ কমিটির সহ সভাপতি সালেহ আহমেদ চৌধুরী,ফ্রান্স আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আব্দুস শহীদ তাহের,বরিশাল বিভাগ কমিউনিটির সভাপতি মোতালেব খান,ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি সাত্তার আলী সুমন ( শাহ আলম),প্যারিস বাংলা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন সোহেল,স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর সভাপতি এমদাদুল হক স্বপন,প্যারিস মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন,মৌলভীবাজার জেলা যুব সমিতির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল তায়েফ,বাংলাদেশ ক্রিকেট ক্লাব প্যারিসের সাধারণ সম্পাদক অহিদুজ্জামান টিপু,বাংলা অটো স্কুলের পরিচালক হোসেন সালাম রহমান,প্যারিস বাংলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আবুল কালাম মামুন,প্রচার সম্পাদক রেজাউল করিম,অনলাইন অ্যাক্টিভিস্ট আব্দুল মুমিত রুমেল,প্যারিস নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন,আমাদের কথা অনলাইন পত্রিকার প্রকাশক ফাতেমা খাতুন মরিয়ম,স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর সংস্কৃতিক সম্পাদিকা তানিয়া নাজনীন সহ অন্যান্যরা।