ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

যশোরে ভৈরব নদে ডুবে ক্যান্টনমেন্ট স্কুলের এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু


প্রকাশ: ২৭ অগাস্ট, ২০২১ ০৭:৫৮ পূর্বাহ্ন


যশোরে ভৈরব নদে ডুবে ক্যান্টনমেন্ট স্কুলের এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

যশোরে ভৈরব নদে ডুবে সায়েম হুসাইন (১৬) নামে এক এসএসসি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

তিনি শহরের মোমিননগর নওদাগা গ্রামের মজির উদ্দিনের ছেলে ও ক্যান্টনমেন্ট স্কুলের এসএসসি পরীক্ষার্থী।


 মৃতের পিতা মজির উদ্দিন জানান, শুক্রবার দুপুরে তার ছেল বাড়ির পাশে বন্ধুদের সাথে ফুটবল খেলা করছিল। খেলে শেষে দুপুর ১২ টার দিকে ৫ জন বন্ধুর সাথে বাড়ির পাশে ভৈরব নদে গোসল করতে নামে।

সায়েম সাতার না জানায় ভৈরব নদের বালিতে তলিয়ে যায়। বন্ধুরা তাকে তলিয়ে যেতে দেখে তারা পালিয়ে যায়।

দুপুর দেড় টার দিকে পরিবারের লোকজন তাকে খোজ করতে বন্ধুদের বাড়িতে গেলে জানতে পারেন সায়েম নদে নেমে তলিয়ে গেছে আর উঠেনি।

পরে পরিবারের লোজকন নদ থেকে সায়েমকে উদ্ধার করে যশোর মেডিকেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।


   আরও সংবাদ