ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

চৌগাছা হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার প্রদান


প্রকাশ: ২৩ অগাস্ট, ২০২১ ০৯:৫৭ পূর্বাহ্ন


চৌগাছা হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার প্রদান

মোঃ ফখরুল ইসলাম, চৌগাছা ( যশোর) প্রতিনিধি :

যশোরের চৌগাছায় পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে।

সোমবার (২৩ আগস্ট) দুপুরে সিলিন্ডারটি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রকৌশলী এনামুল হক, হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরিফুল ইসলাম, ব্যাংকের উপজেলা ব্যবস্থাপক কামাল হোসেন, জুনিয়র কর্মকর্তা আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের সভাপতি ও চৌগাছা পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।


   আরও সংবাদ