ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

চৌগাছায় মুক্তিযোদ্ধা কমান্ডার নুর হোসেনের মৃত্যু


প্রকাশ: ২২ অগাস্ট, ২০২১ ০৯:৫৮ পূর্বাহ্ন


চৌগাছায় মুক্তিযোদ্ধা কমান্ডার নুর হোসেনের মৃত্যু

মোঃ ফখরুল ইসলাম, চৌগাছা ( যশোর) প্রতিনিধি :

চৌগাছায় হৃদরোগে আক্রান্ত হয়ে মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা ইউনিটের সাবেক কমান্ডার ডা. নুর হোসেন (৭২) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
যশোর জেনারেল হাসপাতালে রোববার বেলা ১১টার দিকে তিনি মারা যান।
স্বজনরা জানিয়েছেন, রোববার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. নুর। ওই সময় তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শুরুর আগেই তার মৃত্যু হয়।
বীর মুক্তিযোদ্ধা নুর হোসেনের স্ত্রী-সন্তানরা মারা গেছেন। এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার দুই ছেলের মৃত্যু হয়। বর্তমানে তার একমাত্র পৌত্র বেঁচে আছেন।
রোববার বিকেলে উপজেলার জগদীশপুর গ্রামের পূর্বপাড়ায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।
মরহুম নুর হোসেন উপজেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ছিলেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিচুর রহমান, পৌরসভার মেয়র নুর উদ্দীন আল-মামুন হিমেল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সালাম প্রমুখ।


   আরও সংবাদ