ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

গ্রেনেড হামলার প্রতিবাদ ও সেইদিনের শহীদদের স্মরণে যশোরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে


প্রকাশ: ২২ অগাস্ট, ২০২১ ১২:৪৮ অপরাহ্ন


গ্রেনেড হামলার প্রতিবাদ ও সেইদিনের শহীদদের স্মরণে যশোরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ২০০২ সালের ২১ আগস্ট সন্ত্রাসবিরোধী সমাবেশে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলার প্রতিবাদ ও সেইদিনের শহীদদের স্মরণে যশোরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজও গণভোজ বিতরণ করা হয়েছে।

শনিবার (২১ আগস্ট) শহরের রেলগেটে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুল।


৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম বড়ুয়ার সভাপতিত্বে ও শহর মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আব্দুল কাদেরের সার্বিক ব্যবস্থাপনায় ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এই আয়োজন করেন। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে গণভোজ বিতরণ করা হয়।

আলোচনা সভার প্রধান অতিথি আনোয়ার হোসেন বিপুল ২১ আগস্ট গ্রেনেড হামলার মূলহোতা তারেক রহমানের কারাদণ্ডের পরিবর্তে ফাঁসির দাবি তোলেন। তিনি বলেন, ‘পাঁচাত্তরের ১৫ আগস্টের খুনিদের ফাঁসি হয়েছে। ২১ আগস্টের খুনিদেরও ফাঁসি হতে হবে। তারেক রহমান হচ্ছে মূল কালপিট। তার ফাঁসি না হলে জাতি কলঙ্গমুক্ত হবে না।’

শহর মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক তছিকুর রহমান রাসেলের সঞ্চলনায় এসময় আরো বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বিএম জাকির হোসেন, সাবেক সহ-সভাপতি জাবের হোসেন জাহিদ, জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি মাহাবুব আলম বিদ্যুৎ, সাধারণ সম্পাদক আহসানুল করিম রহমান, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শরীফ এ মাসউদ হিমেল, জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী রায়হান মৌমন, যুবলীগ নেতা সাইফুল্লাহ মানিক, সাইদুল ইসলাম ও মহিলালীগ নেত্রী নাছিমা ফিরোজ।

উপস্থিত ছিলেন ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আনোয়ারুল কবির বাবু, সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, যুবমহিলা লীগের সভাপতি নাছিমা আক্তার, সাধারণ সম্পাদক নাছিমা পারভীন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মেহেদী হাসান শান্তি, সাবেক ক্রীড়া সম্পাদক রাজু আহমেদ রাজু, শহর ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক রেযোয়ান হোসেন মিথুন, শহর মুক্তিযুদ্ধ মঞ্চ সহ-সভাপতি মনিরুল ইসলাম ভূইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক হাফিজুর রহমান টনি, নূর ইসলাম মানিক, যুবলীগ নেতা সাইদুল ইসলাম রিপন, ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম, রাইসুল ইসলাম প্রমুখ।


   আরও সংবাদ