প্রকাশ: ১৫ অগাস্ট, ২০২১ ১০:৪৯ পূর্বাহ্ন
মোঃ ফখরুল ইসলাম, চৌগাছা ( যশোর) প্রতিনিধি :
যশোরের চৌগাছায় মটর সাইকেল কিনে না দেয়ায় অভিমানে ঘুমের ঔষধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে আব্দুর রহমান (১৮) নামের এক কিশোর। আব্দুর রহমান উপজেলার সিংহঝুলি ইউনিয়নের মশিউর নগর গ্রামের শফি উদ্দীনের ছেলে। বোন শাপলা জানিয়েছেন, তিন বোনের আদরের ছোট ভাই আব্দুর রহমান। বেশ কিছুদিন ধরে মোটর সাইকেল কিনে দেয়ার জন্য পিতা-মাতার কাছে আবদার করে আসছিল। এই আবদারে অসম্মতি প্রকাশ করে তার বাবা। এতে অভিমান করে গত পাঁচদিন বাড়িতে কোনো খাবর খাইনি। রোববার দুপুরের দিকে ঘুমের ঔষধ খেয়ে নিজের ঘরে ঘুমিয়ে পড়ে। ডাকা-ডাকি করলেও অবচেতন অবস্থায় থাকে সে। পরে তার ঘরে ঔষধের খোসা দেখে অনুমান করে ঘুমের ঔষধ খেয়েছে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কর্তব্যরত চিকিৎসক মাসুম বিল্লাহ বলেন, কয়েকদিন খাবার না খাওয়ার কারনে ছেলেটি খুবই দূর্বল। দূর্বল শরীরে ঘুমের ঔষধ খেয়েছে এজন্য একটু সময় লাগবে। তবে কিশোর আব্দুর রহমান শংকামুক্ত বলে জানান তিনি।