ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

মণিরামপুর আ.লীগের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালন


প্রকাশ: ৫ অগাস্ট, ২০২১ ১০:৫২ পূর্বাহ্ন


মণিরামপুর আ.লীগের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালন

মণিরামপুর (যশোর) সংবাদদাতা : মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বীরমুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান। 

উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য প্রভাষক ফারুক হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, আওয়ামী লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা কাওছার আলী, প্রভাষক ইউসুপ আলী, শহিদুল ইসলাম মোড়ল, হাফিজ উদ্দীন, জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান গাজী মাযাহারুল আনোয়ার, মনিরুজ্জামান মনি, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ফজলুর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আবুল বাশার, শহিদুল ইসলাম, শ্রমিকলীগ নেতা জাহাঙ্গীর আলম, বাবুল আক্তার, দেলোয়ার হোসেন প্রমূখ। আলোচনা সভা শেষে শহীদ শেখ কামাল ও  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট শাহাদাৎবরণকারি পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


   আরও সংবাদ