ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

কলরব শিল্পীগোষ্ঠী’র এক নক্ষত শিল্পী মাহফুজুল আলম আর নেই


প্রকাশ: ২০ জুলাই, ২০২১ ১২:২৬ অপরাহ্ন


কলরব শিল্পীগোষ্ঠী’র এক নক্ষত শিল্পী মাহফুজুল আলম আর নেই

যশোর থেকে সাইফুল : ইসলামি সংগীত শিল্পীগোষ্ঠী কলরব শিল্পীগোষ্ঠী’ র অন্যতম শিল্পী মাওলানা মাহফুজুল আলম আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাহফুজুল আলম তার নিজ বাড়ি নরসিংদীতেই মৃত্যুবরণ করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে কলরবের অন্যান্য সিনিয়র শিল্পীরা।

মঙ্গলবার (২০ জুলাই) সকাল সাড়ে ৯ টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোকাহত কলরব শিল্পীগোষ্ঠী সহ লক্ষ কোটি সংগীত প্রেমিক ও ভক্তের। মৃত্যুকালে বয়স ছিল আনুমানিক ২৩ বছর।

মাহফুজুল আলম,কলরব শিল্পীগোষ্ঠীর সংগীত শিল্পীর পাশাপাশি একজন দক্ষ সাউন্ড ডিজাইনার ও ছিলেন, কলরবের অসংখ্য নাশিদের সাউন্ড ডিজাইনারের কাজ তার হাতেই হয়েছিল এছাড়া তার কন্ঠে “প্রথমে আল্লাহ আল্লাহ”, ‘আমি চাইনা বাঁচতে তুমি ছাড়া” “আস্তাগফিরুল্লাহ” সহ অসংখ্য নাশিদ বেশ জনপ্রিয়তা লাভ করে।

ব্যক্তি জীবনে মাহফুজুল আলম এখনো অবিবাহিত, তার এমন মৃত্যুতে গোটা সোশ্যাল মিডিয়ায় শোকের ছায়া নেমে আসে।


   আরও সংবাদ