ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতে ৩ জনকে জরিমানা


প্রকাশ: ২ জুলাই, ২০২১ ১০:২৩ পূর্বাহ্ন


চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতে ৩ জনকে জরিমানা

 মোঃ ফখরুল ইসলাম, চৌগাছা (যশোর) প্রতিনিধি :

যশোরের চৌগাছায় মাস্ক না পরায় মুক্তার ফার্মেসির স্বত্বাধিকারী আশিকুর রহমানকে ৫০০ টাকা, মোটরসাইকেলে তিনজন আরোহী থাকায় মশ্মমপুর গ্রামের ডব্লিউকে এক হাজার টাকা ও একাধিক আরোহী থাকায় কালিতলাপাড়ার বাবুকে ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী এনামুল হকের নেতৃত্বে সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত শহরের বিভিন্ন সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসময় তার সাথে ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন আলিফের নেতৃত্বে একপ্লাটুন সেনা সদস্য, থানার ওসি সাইফুল ইসলাম সবুজ, ইন্সপেক্টর (তদন্ত) গোলাম কিবরিয়া, এসআই বাচ্চুসহ পুলিশ সদস্যরা, নায়েক সুবেদার আব্দুর রহিমের নেতৃত্বে বিজিবির একটি দল, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইবাদৎ হোসেন, যুগ্ম সম্পাদক আজিজুর রহমান এ্যাডমিরাল।


   আরও সংবাদ