ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

চৌগাছায় করোনাভাইরাসে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের মৃত্যু


প্রকাশ: ২৯ জুন, ২০২১ ০৮:১৮ পূর্বাহ্ন


চৌগাছায় করোনাভাইরাসে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের মৃত্যু

মোঃ ফখরুল ইসলাম, চৌগাছা (যশোর) প্রতিনিধি :

যশোরের চৌগাছায় করোনাভাইরাসে আক্রান্ত অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আমজাদ হোসেন (৭৫) মারা গেছেন।

মঙ্গলবার দুপুর একটার দিকে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান তার ভাগিনা (বোনের ছেলে) হোমিও চিকিৎসক ও স্থানীয় সাংবাদিক খালেদুর রহমান।

খালেদুর রহমান বলেন, মামা ৮/১০ দিন ধরে ঠান্ডা, জ্বর, কাশিসহ করোনা উপসর্গে ভুগছিলেন। পরে তিনি চৌগাছা হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন এবং করোনা পজেটিভ হন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার লাকি বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৩ জুন তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে ২৪ জুনের পরীক্ষায় তার করোনা পজেটিভ হয়। তিনি নিজ বাড়িতেই আইসোলেশনে ছিলেন।


   আরও সংবাদ