ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

কোটালীপাড়ায় ১৮ জনের শরীরে করোনা সনাক্ত


প্রকাশ: ২৫ জুন, ২০২১ ০৯:৫১ পূর্বাহ্ন


কোটালীপাড়ায় ১৮ জনের শরীরে করোনা সনাক্ত

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নতুন করে আরোও ১৮ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে এ উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬১৫।

আজ শুক্রবার (২৫ জুন) সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে এ তথ্য পাওয়া গেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুশান্ত বৈদ্য জানান, গত বৃহস্পতিবার ২৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এদের মধ্য থেকে উপজেলার উত্তরপাড়া ১জন, সিকির বাজার ১জন, পশ্চিমপাড়া ৮জন, মধুর নাগরা ১জন, ডহরপাড়া ২জন, লখন্ডা ১জন, মাঝবাড়ি ১জন, হিরণ ২জন ও রাজিন্দাপাড়া গ্রামে ১ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।

এ নিয়ে এ উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬১৫। তবে এই ৬১৫ জনের মধ্যে ৫৬৩ জন সুস্থ হয়েছেন।


   আরও সংবাদ