ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

চৌগাছায় ৯ জনের করোনা শনাক্ত


প্রকাশ: ২২ জুন, ২০২১ ০২:৩৩ পূর্বাহ্ন


চৌগাছায়  ৯ জনের করোনা শনাক্ত

মোঃ ফখরুল ইসলাম, চৌগাছা (যশোর) প্রতিনিধি :

যশোরের চৌগাছায় মঙ্গলবার (২২ জুন) নতুন করে ৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

করোনা শনাক্ত ব্যক্তিরা হলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সের ব্রাদার তৈয়বুর রহমান (২৫) তার স্ত্রী হাসপাতালের নার্স মানামি খাতুন (২৫), ৫নং ওয়ার্ডের সরকারি কলেজপাড়ার মনিরুল ইসলাম (৪৬), বিশ্বাসপাড়ার আবুল কাশেম (৬৬),মাঠপাড়ার সাগর হোসেন (২০), ৭নং ওয়ার্ডের কপোতাক্ষীপাড়ার সৌরভ শেখ (২২), স্বরুপদাহ ইউনিয়নের স্বরুপদাহ গ্রামের সাইদুর রহমান (৪০),জগদীশপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামের লাকিয়া রহমান (৪৬),নারায়ণপুর ইউনিয়নের হোগলডাঙ্গা গ্রামের রিপন হোসেন (২২)।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাঃ লুৎফুন্নাহার লাকি বলেন গত ২০ জুন ২৩ জনের নমুনা পাঠানো হয়। সেই নমুনা ২১ জুন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনম সেন্টারে পরীক্ষায় ৯ জনের করোনা সনাক্ত হয়েছে।


   আরও সংবাদ