ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

মণিরামপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনাসভা ও স্যানিটেশন সামগ্রী বিতরণ


প্রকাশ: ১৮ জুন, ২০২১ ০৮:৩২ পূর্বাহ্ন


মণিরামপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনাসভা ও স্যানিটেশন সামগ্রী বিতরণ

মণিরামপুর (যশোর) সংবাদদাতাঃ

‘ইকোসিষ্টেম রেস্টুরেশন’(বাস্তুতন্ত্র পুনরুদ্ধার) এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার(১৫ জুন) বিকেলে মণিরামপুর পাবলিক লাইব্রেরী মিলনায়তনে বিশ্ব পরিবেশ দিবস -২০২১ উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা ও স্যাটিশেন সামগ্রী মাক্স-সাবান বিতরণ করা হয়।

স্থানীয় মোহনপুর জুঁই নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং এএলআরডি সংস্থার সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  আয়োজক সংস্থার পরিচালক ও পৌর কাউন্সিলর গীতা রানী কুন্ডু। 

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সুজন(সুশাসনের জন্য নাগরিক মণিরামপুর উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক মোঃ আব্বাস উদ্দীন,মণিরামপুর প্রেসকাবের সাধারন সম্পাদক শিক্ষক মোতাহার হোসেন, মণিরামপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল লতিফ, মণিরামপুর প্রেসকাবের সহ-সভাপতি জি.এম ফারুক আলম, যুগ্ম সম্পাদক হারুন-অর রশিদ সেলিম, পৌর কাউন্সিলর অনিমা মিত্র ,অফেলা খাতুন, সাবেক পৌর কাউন্সিলর পারভীনা আকতারসহ স্থানীয় নারী নেতৃবৃন্দ ও সুধীজন।


   আরও সংবাদ