ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

মণিরামপুরে কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার


প্রকাশ: ১০ জুন, ২০২১ ১০:৩৩ পূর্বাহ্ন


মণিরামপুরে কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার


মণিরামপুর (যশোর) সংবাদদাতাঃ

মণিরামপুরে বৃন্তিলা পাল (১৭) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৯ জুন) দিবাগত রাত ১১টার দিকে নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় স্বজনেরা তার লাশটি উদ্ধার করেন ।

নিহত কলেজ ছাত্রী বৃন্তিলা উপজেলার শ্যামকূড় ইউনিয়নের চিনাটোলা গ্রামের দেবকুমার পালের মেয়ে। বৃন্তিলা স্থানীয় চিনাটোলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলো। মোবাইল ফোন ব্যবহারে বাঁধা দেওয়ায় মায়ের বকুনিতে অভিমান করে কলেজছাত্রী বৃন্তিলা আত্মহত্যা করেছে বলে স্বজনদের দাবি।

এই ঘটনায় বৃহস্পতিবার (১০জুন) সকালে মণিরামপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে তার স্বজনরা জানান। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি নিশ্চিত করে বলেন,বুধবার রাতে মোবাইল ফোন ব্যবহার নিয়ে মা অলোকা পাল বৃন্তিলাকে বকুনি দেয়।   এতেই সে মায়ের প্রতি অভিমান করে নিজ ঘরের দরজা বন্ধ করে আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দেয় ।

রাতে খাবারের জন্য পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করতে থাকেন কিন্তু বৃন্তিলার কোন সাড়া না পাওয়ায় দরজা ভেঙে ঘরে ঢুকে স্বজনরা তার ঝুলন্ত লাশ দেখতে পান। এ ঘটনায় স্বজনদের আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে কলেজছাত্রী বৃন্তিলার লাশ উদ্ধার করেন।

মণিরামপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শিকদার মতিয়ার রহমান জানান, এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশটি মণিরামপুর থানা হেফাজতে ছিলো। শুক্রবার (১১জুন) লাশটি ময়নাতদন্তের জন্য যশোরের মর্গে পাঠনো হবে পুলিশ সুত্রে জানা গেছে।


   আরও সংবাদ