ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

চৌগাছার একবাড়ি থেকে পাঁচটি গরু চুরি


প্রকাশ: ৬ জুন, ২০২১ ০৫:০৩ পূর্বাহ্ন


চৌগাছার একবাড়ি থেকে পাঁচটি গরু চুরি

চৌগাছা প্রতিনিধি :চৌগাছায় এক রাতে একই বাড়ি থেকে পাঁচটি গরু চুরি হয়েছে।শনিবার দিবাগত গভীরাতে রাতে চৌগাছা পৌরসভার শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের ডিগ্রি কলেজ এলাকার চান্দু বিশ্বাসের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। চুরি যাওয়া গরুর মধ্যে দুটি গাভী, একটি এঁড়ে ও দুটি বাছুর রয়েছে। যার অনুমানিক মূল্য ৪ লাখ টাকা বলে জানান পরিবারের সদস্যরা।

বাড়ি মালিকের স্ত্রী শাহানারা বেগম ও ছেলে শেখ সাদি জানান, রাত ১২টা পর্যন্ত গরুগুলো গোয়ালঘরে ছিল। রাত তিনটার দিকে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির কিছু সময় পর গোয়ালঘরে গিয়ে দেখেন, সেখানে একটিও গরু নেই। খোঁজ নিয়ে দেখতে পান, বাড়ির পেছনের গেটের তালা ভাঙা। চোরেরা গরুগুলো চুরি করে নিয়ে গেছে। স্থানীয় কাউন্সিলর জিএম মোস্তফা বলেন, ঘটনার ব্যাপারে চৌগাছা থানায় একটি জিডি করেছেন চুরি যাওয়া গরুর মালিক চান্দু বিশ্বাস।

চৌগাছা থানার অফিচার্জ ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, ‘গরু চুরির বিষয়টি আমাদের জানানো হয়েছে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।’


   আরও সংবাদ