প্রকাশ: ২৪ মে, ২০২১ ০৮:১৭ পূর্বাহ্ন
মণিরামপুর(যশোর)সংবাদদাতাঃ
আগামী ২৬/২৭ মে ঘূর্ণিঝড় ‘ইয়াস’ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলবর্ত্তী জেলা সমূহের ওপর দিয়ে প্রচন্ড বেগে আঘাত আনতে পারে আবহাওয়া দপ্তরের এমন আগাম সতর্কতা সংকেত জানানোর পর দেশের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় দেশের মাঠ পর্যায়ের জেলা ও উপজেলা প্রশাসনকে পূর্বপ্রস্তুতিমূলক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দিয়েছেন।
ইতোমধ্যে জেলা ও উপজেলা পর্যায়ে সম্ভাব্য ঘুর্ণিঝড় মোকাবেলায় কমিটি গঠনের পাশাপাশি প্রতিটি পৌর এলাকা ও ইউনিয়ন পর্যায়ে জনগনকে সতর্ক করার জন্য সভা আহবান করে সচেতনতামূলক মাইকিং প্রচার প্রচারনা চালানো হয়েছে।
সোমবার মণিরামপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আলহাজ্ব কাজী মাহমুদুল হাসান পৌরবাসীকে ঘুর্ণিঝড় ‘ইয়াস’ এর আঘাত থেকে নিরাপদে থাকার জন্য পৌর এলাকায় পৌরসভার পক্ষে সচেতনতামূলক মাইকিং করা হয়। এ সময় ঝুঁকিপূর্ণ বাসগৃহ থেকে জনগনকে নিরাপদ স্থানে অবস্থান নেওয়ার জন্য বিশেষ তাগিদ দেওয়ার পাশাপাশি করোনাকালীন সময়ে ঘুর্ণিঝড় থেকে নিরাপদ স্থানে আশ্রিত সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বিশেষ করে মাস্ক পরিধান করার জন্য তাগিদ দেওয়া হয়।
এ ছাড়া এ ধরনের দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসা সামগ্রী এবং গৃহপালিত পশু-পক্ষিকে নিরাপদ স্থানে রাখার জন্য জনগনকে আগাম সতর্কতা করা হয়। এ দিকে উপজেলার ১৭টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারগন ঘুর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবেলায় সর্বসাধারনকে ব্যাপকভাবে সচেতন করার জন্য নাগরিকদের নিয়ে মিটিং এবং ব্যাপক প্রচারনা চালিয়েছেন বলে জানা গেছে।