ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

ভিডিও কনফারেন্সের মাধ্যমে মণিরামপুরে নির্মিতব্য মুজিব কেল্লার উদ্বোধন করেন শেখ হাসিনা


প্রকাশ: ২৩ মে, ২০২১ ০৮:৩১ পূর্বাহ্ন


ভিডিও কনফারেন্সের মাধ্যমে মণিরামপুরে নির্মিতব্য মুজিব কেল্লার উদ্বোধন করেন শেখ হাসিনা


মণিরামপুর(যশোর)সংবাদদাতাঃ 

মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের পারখাজুরা কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্মিতব্য মুজিব কেল্লার কাজের উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (২৩মে) সকাল সাড়ে দশটার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের সাথে একযোগে মুজিব কেল্লার উদ্বোধন করা হয়।

এ উপলক্ষ্যে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের যশোর অঞ্চলের উপ-পরিচালক হুসাইন মোহাম্মদ শওকত। সম্মানিত অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু আব্দুল্লাহ বায়েজিদ, মশ্মিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রভাষক ইউসুফ আলী, সাধারণ সম্পাদক মাস্টার শহিদুল ইসলামসহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ  ও সুধী জনেরা উপস্থিত ছিলেন।

মণিরামপুর উপজেলা বাস্তবায়ন অফিস সুত্রে জানা যায়, ১ কোটি ৪৩ লাখ ৭২ হাজার টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে একতলা বিশিষ্ট এই মুজিব কেল্লা। এটি মূলত বিভিন্ন দুর্যোগে মানুষ ও গবাদিপশুর জন্য আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে তবে অন্যসময় পারখাজুরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রয়োজনে ভবনটি ব্যবহার করতে পারবেন বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান।


   আরও সংবাদ