ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

মণিরামপুরে সাংবাদিক ও কলেজ শিক্ষক আব্বাস উদ্দীনের পিতার কুলখানি অনুষ্ঠিত


প্রকাশ: ২৩ মে, ২০২১ ১২:২১ অপরাহ্ন


মণিরামপুরে সাংবাদিক ও কলেজ শিক্ষক আব্বাস উদ্দীনের পিতার কুলখানি অনুষ্ঠিত


মণিরামপুর(যশোর)প্রতিনিধিঃ

মণিরামপুর প্রেসকাবের সাবেক সভাপতি ও মণিরামপুর মহিলা ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক মোঃ আব্বাস উদ্দীনের পিতা মরহুম রওশন আলী সরদারের  কুলখানি ২২ মে শনিবার উপজেলার শ্যামকূড় ইউনিয়নের হালসা গ্রামের নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে মরহুমের স্বজনরা কুরআন খতম, কবর জিয়ারত ও মিলাদ মাহফিলের আয়োজন করেন।

স্থানীয় কাশিপুর পীরবাড়ির আলহাজ্ব মাওঃ হাফিজুর রহমান দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন। এ অনুষ্ঠানে যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, মণিরামপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র অধ্য আলহাজ্ব কাজী মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, উপজেলা আওয়ামীলীগ নেতা এ্যাড. বশির আহম্মেদ খান, মণিরামপুর প্রেসকাবের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব নিছার উদ্দীন খান আজমসহ বিভিন্ন শুভাকাঙ্খী,আত্মীয় -পরিজন ও গ্রাম-প্রতিবেশি উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের প্রবীন নেতা রওশন আলী সরদার (৮৫) গত ২০ এপ্রিল-২০২১ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।


   আরও সংবাদ