প্রকাশ: ২২ মে, ২০২১ ১১:৫৮ পূর্বাহ্ন
মোঃ ফখরুল ইসলাম, চৌগাছা ( যশোর) প্রতিনিধি :
যশোরের চৌগাছায় উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভাঅনুষ্ঠিত হয়। শনিবার উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১০ টা থেকে শুরু হয়ে রাত পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান। প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর-২ আসনের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ নাসির উদ্দিন। বিশেষ অতিথির বক্তৃতা করেন ঝিকরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা। সভাটি পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী।
সভায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম মিয়া, সহ-সভাপতি শাহ আলম সরকার, সিরাজুল ইসলাম রাজ, যূগ্ম সাধারণ সম্পাদক এসএম সাইফুর রহমান বাবুল, ইউপি চেয়ারম্যান তবিবুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ, হুমায়ূন কবীর সোহেল, সাবেক সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাষ্টার সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক মাহবুবুল আলম রিংকু, আবুল কাশেম ও লাবলু প্রমুখ। এ সময় উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদসগণ সভায় উপস্থিত ছিলেন।
কার্যনির্বাহী কমিটির সভায় ব্যাপক আলোচনা শেষে বেশকিছু গুরুত্বপুর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্তের মধ্যে রয়েছে মাননীয় সংসদ সদস্য ও উপজেলা পরিষদের উন্নয়ন কর্মকান্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের সাথে সমন্বয় করে পরিচালিত করা হবে।
উপজেলা ও পৌর আওয়ামী লীগ সহ সকল ইউনিয়নের কমিটির নেতৃবৃন্দ দলের সভাপতি-সাধারণ সম্পাদকের সাথে সমন্বয় করে পরিচালিত হবে। এছাড়া আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠন মূলদলের নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে পরিচালিত হবে। সভায় উপজেলার ৮টি ইউনিয়নের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। ইউনিয়ন গুলো যথাক্রমে- ফুলসারা, পাশাপোল, সিংহঝুলী, ধুলিয়ানী, জগদীশপুর, পাতিবিলা হাকিমপুর ও নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সকল কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয় এবং আগামী পাঁচ দিনের মধ্যে বিলুপ্ত কমিটিগুলোতে ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হবে।
উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে দলের সভাপতি-সাধারণ সম্পাদকের অনুমতি ছাড়া এমপির ডিও লেটার নিয়ে সভাপতি হওয়া যাবে না। এমপির ডিও লেটার নিতে হলে অবশ্যই দলের সভাপতি/সাধারণ সম্পাদকের অনুমতি নিতে হবে এবং আরো অনেক বিভিধ আলোচনা হয়।