ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

কোটালীপাড়া মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা


প্রকাশ: ২২ মে, ২০২১ ০৯:৪০ পূর্বাহ্ন


কোটালীপাড়া মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা


কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আওয়ামী মৎস্যজীবী লীগের ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  আয়নাল হোসেন শেখ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটেন। 

উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি তোতা মিয়া দাড়িয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আওয়ামী লীগ নেতা রুহুল আমিন খান, সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান বুলবুল, যুবলীগ নেতা বুলবুল আহমেদ হাজরা, ওয়ারী থানার আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি গৌতম রাজ, কোটালীপাড়া উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সহ-সভাপতি বিচরণ পান্ডে, সাধারণ সম্পাদক নিত্য গোপাল মালো, সাংগঠনিক সম্পাদক সরোজ বিশ্বাস,  অর্থ বিষয়ক সম্পাদক পবিত্র সাহা, মহিলা বিষয়ক সম্পাদক রাশিদা বেগম বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটা হয়।


   আরও সংবাদ