ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

অশ্রুসিক্ত নয়নে প্রিয় শিক্ষককে শেষ বিদায় জানালেন শিক্ষার্থীরা


প্রকাশ: ২২ মে, ২০২১ ১০:৩৪ পূর্বাহ্ন


অশ্রুসিক্ত নয়নে প্রিয় শিক্ষককে শেষ বিদায় জানালেন শিক্ষার্থীরা


মোঃ ফখরুল ইসলাম, চৌগাছা ( যশোর) প্রতিনিধি :

যশোরের চৌগাছা উপজেলার এ বি সি ডি ডিগ্রি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক টিপু সুলতান মিঠু (৪৯) মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

গতকাল বৃহস্পতিবার (২০ মে) রাতে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাষ্টভাঙ্গা গ্রামে নিজ বাড়িতে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
শুক্রবার (২১ মে) জুম্মার নামাজের পর কলেজ মাঠে প্রথম ও তার গ্রামে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে বলে প্রতিষ্ঠানে অধ্যক্ষ রেজাউল ইসলাম নিশ্চিত করেন। 

অধ্যক্ষ জানান, টিপু সুলতানের মৃত্যুর খবর শুনে তিনিসহ সকল শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা স্তম্ভিত। কান্নায় বুক ফেটে যাচ্ছে সবার। একজন শিক্ষক ছাত্র-ছাত্রীদের কাছে কতটা প্রিয় হতে পারে টিপু সুলতানকে না দেখলে সেটা বোঝা যাবে না। কলেজ মাঠে প্রিয় স্যারকে শেষ বিদায় জানাতে কলেজের কয়েক হাজার বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের উপস্থিত হয়। তাছাড়া অভিভাবকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মত। বিদায় জানাতে এসে উপস্থিত সবার চোখে ঝরে। টিপু সুলতানের মৃত্যুতে এবিসিডি কলেজে অপূরণীয় ক্ষতি হয়ে গেল।


   আরও সংবাদ