প্রকাশ: ১৯ মে, ২০২১ ০৯:২৮ পূর্বাহ্ন
মণিরামপুর (যশোর) সংবাদদাতাঃ
দৈনিক প্রথম আলো পত্রিকার সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে মিথ্যা মামলায় গ্রেফতার ও হেনস্থাকারীদের বিচারের দাবীতে মণিরামপুর প্রেসকাবের উদ্যোগে বুধবার বিকেলে পৌর শহরে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
প্রেসকাবের সাধারন সম্পাদক শিক মোতাহার হোসেনের সঞ্চালনায় ও সভাপতি ফারুক আহম্মেদ লিটনের সভাপতিত্বে আয়োজিত এ প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রেসকাবের সাবেক সভাপতি অধ্যাপক মোঃ আব্বাস উদ্দীন, প্রেসকাবের সহ-সভাপতি জি.এম ফারুক আলম, সহ-সভাপতি প্রভাষক নূরুল হক, সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, সাংগাঠনিক সম্পাদক এস.এম সিদ্দিক, দপ্তর সম্পাদক শিক অশোক কুমার বিশ্বাস, নির্বাহী সদস্য অধ্যাপক হোসাইন নজরুল হক, নির্বাহী সদস্য গীতা রানী কুন্ডু, সদস্য অধ্যাপক বাবুল আকতার, প্রভাষক সঞ্জয় কুমার দে, শিক জয়নুল আবেদিন প্রমুখ।
এ প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত বক্তাগন অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামকে মুক্তির দাবীসহ তাঁকে শারিরীক ও মানসিকভাবে হেনস্থাকারী স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। এ ছাড়া অবিলম্বে প্রখ্যাত সাংবাদিক রোজিনা ইসলামকে মুক্তি না দিলে লাগাতার আন্দোলন-কর্মসূচি চালিয়ে যাবার ঘোষনা দেন।
এ কর্মসূচিতে প্রেসকাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মরত বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।