ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

চৌগাছায় পানিতে ডুবে শিশুর মৃত্যু


প্রকাশ: ১৯ মে, ২০২১ ০৩:৩১ পূর্বাহ্ন


চৌগাছায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোঃ ফখরুল ইসলাম, চৌগাছা ( যশোর) প্রতিনিধি :

যশোরের চৌগাছায় পানিতে ডুবে মিরাজ হোসনে (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ বুধবার সকাল ৯. ৩০ টার সময় উপজেলার হাকিমপুর ইউনিয়নের বকশিপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু মিরাজ ওই গ্রামের মুকুল হোসেনের ছেলে।

প্রতিবেশিরা ও স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান জানান সকাল ৯ টার দিকে পারি বারের সদস্যদের চোখের অগোচরে শিশুটি খেলতে গিয়ে বাড়ির পাশের গর্তে পড়ে যায়।

কিছু সময় তাকে দেখতে না পেয়ে সবাই খুঁজতে বের হয়। প্রায় ৩০ মিনিট খোঁজাখুজির পর বাড়ির পাশের গর্তে জমে থাকা অল্প পানিতে পড়ে থাকতে দেখেন। পরে তাকে তুলে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উত্তর কুমার রায় মৃত ঘোষণা করেন।


   আরও সংবাদ