ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

যশোরে পিতা কর্তৃক শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে পিতা আটক


প্রকাশ: ১৮ মে, ২০২১ ০৩:১৩ পূর্বাহ্ন


যশোরে পিতা কর্তৃক শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে পিতা আটক


আশানুর রহমান, বেনাপোলঃ

যশোরের শার্শায় পিতা কর্তৃক নিজ বাড়িতে ৯ বছরের শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। আর এ ঘটনায় শিশুটির পিতা ধর্ষণকারী মফিজুর রহমান (৩৩) কে আটক করেছে পুলিশ। 

রবিবার (১৬ মে) সকাল ১১টার সময় উপজেলার পারিয়ার ঘোপ গ্রামে এ ঘটনাটি ঘটে। 
 
আটক মফিজুর উপজেলার পারিয়ার ঘোপ গ্রামের আব্দুল খালেকের ছেলে।

তার স্ত্রী বাড়ি না থাকায়, সেই সুযোগে নিজ বাড়িতে তার শিশু কন্যাকে একা পেয়ে ধর্ষনের চেষ্টা করছিল। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে। 

শিশুটি বর্তমানে যশোর সদর হাসপাতালে ভর্তি আছে বলে নিশ্চিত করেছেন নিজামপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। 

চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, ইউপি সদস্য খোরশেদের কাছে ঘটনাটি জানতে পারি যে, মফিজুর তার নিজ কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টা করেছে। এ খবর জানার পর পুলিশকে খবর দেওয়া হয়। পরে, পুলিশ এসে তাকে আটক করে। গোড়পাড়া ফাঁড়িতে তাকে নিয়ে গেলে পুলিশের কাছে সে ঘটনাটি স্বীকার করেছে। 

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম জানান, এবিষয়ে শিশুটির নানা বাদী হয়ে শার্শা থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং-২০, তারিখ ১৭-০৫-২১ ইং


মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে মফিজুরকে আটক করেছে। আটক আসামিকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।


   আরও সংবাদ