ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

বাস যাত্রির প্যান্টের ভিতরে মিলল ১০টি সোনার বার


প্রকাশ: ১৭ মে, ২০২১ ০৬:৫৯ পূর্বাহ্ন


বাস যাত্রির প্যান্টের ভিতরে মিলল ১০টি সোনার বার


 আশানুর রহমান, বেনাপোল : 

যশোরের চাঁচড়া পুলিশ চেকপোস্টের সামনে বেনাপোলগামী যাত্রী বাসে অভিযান চালিয়ে ১কেজি১৬৩ গ্রাম ওজনের ১০টি সোনার বার সহ মো. সুমন মিয়া (৩০) নামে এক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।

সোমবার (১৭ মে) সকাল ৯টায় বেনাপোল আমড়াখালী চেকপোস্টে কর্মরত হাবিলদার নুরুল ইসলামের নেতৃত্বে চাঁচড়া পুলিশ চেকপোস্টের সামনে বেনাপোলগামী বাসে বসে থাকা এক যাত্রীর দেহ তল্লাশী করে প্যান্টের ভিতরে অভিনব কায়দায় রাখা ১০টি সোনার বার উদ্ধার করা হয়। আটক সোনা পাচারকারী সুমন বেনাপোল সাদিপুর গ্রামের আঃ জব্বার মিয়ার ছেলে। উদ্ধার সোনার সিজার মূল্য সাতষট্টি লক্ষ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের লেঃ কর্ণেল সেলিম রেজা উদ্ধার সোনার বার সহ আসামী আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো বলেন,আটককৃত সোনার বার এবং আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


   আরও সংবাদ